Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মার্চ টু গোপালগঞ্জ’-এর হুঁশিয়ারি গণতান্ত্রিক ছাত্র সংসদের

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫ ২২:২৪

বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত গোপালগঞ্জের সমাবেশে হামলার ঘটনায় বিচার না হলে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নিরব হাসান সুজন এই ঘোষণা দেন।

মিছিলটি তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে ওয়ারলেস গেট প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আন্দোলনকারীরা “গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব দে”, “আপস নয় সংগ্রাম”“দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “লীগ ধর, জেলে ভর” সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে নিরব হাসান সুজন বলেন, জুলাই বিপ্লবের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গণহত্যার বিচার হয়নি। আজ গোপালগঞ্জে আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা হয়েছে, আগামীকাল এ হামলা আমাদের সবার ওপর হতে পারে।

তিনি আরও বলেন, যদি প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময়মতো পদক্ষেপ নিত, তাহলে এ ধরনের হামলা ঘটত না। হামলাকারীদের দ্রুত বিচার না হলে আমরা ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে যেতে বাধ্য হব।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাঈম বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে যে কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারে। অথচ আজ ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা নিষ্ঠুরভাবে আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। আমরা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর