Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২২:৩২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, “গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে অংশ নেওয়া এনসিপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। তাদের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগ করছে ফ্যাসিবাদী সংগঠনটি। এমনকি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়েও হামলার অভিযোগ রয়েছে।”

বিজ্ঞাপন

তিনি জানান, “এই বর্বর হামলায় এনসিপির বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। সন্ত্রাসীরা আগুন দিয়ে গাড়ি ও সরঞ্জাম পুড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সরকার এবং প্রশাসনের নীরব ভূমিকা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।”

পরওয়ার বলেন, “এই সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”

হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।”

সারাবাংলা/এফএন/এসএস

জামায়াত বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর