Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির ফার্মেসি বিভাগে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

কুবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২২:৫২

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি—অবিলম্বে বিভাগে অন্তত পাঁচজন শিক্ষক নিয়োগ দিতে হবে।

বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় বিভাগের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটির নেতৃবৃন্দ। এসময় বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস-পরীক্ষা ব্যাহত হচ্ছে। বারবার লিখিতভাবে প্রশাসনকে জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

ফার্মেসি সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ হিমু বলেন, “আমাদের এক দফা দাবি—অবিলম্বে বিভাগে কমপক্ষে পাঁচজন শিক্ষক নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। তবে সেমিস্টার ফাইনাল ও ভাইভা পরীক্ষা এর আওতামুক্ত থাকবে।”

তিনি আরও জানান, “আগামী রোববারের মধ্যে যদি কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না আসে, তাহলে সোমবার থেকে ভিসি দপ্তর ও সায়েন্স ফ্যাকাল্টির ডিন অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে।”

শিক্ষার্থীরা জানান, এটি শুধু তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন নয়, বরং দেশের উচ্চশিক্ষা ও মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল শিক্ষা নিশ্চিতের দাবিও।

উল্লেখ্য, এর আগেও শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীরা মানববন্ধন ও উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন। তবে, এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।

সারাবাংলা/এসএস

অনির্দিষ্টকাল কুবি ক্লাস-পরীক্ষা ফার্মেসি বর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর