Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য: আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২২:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিচার দাবি করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য। ওদের বিচার করতে হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি লেখেন, ‘আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গাড়িতে হামলা চালায় সন্ত্রাসী লীগ বাহিনী। বাংলাদেশ বিরোধী লীগ এবং তাদের দোসরদের প্রতিহত করতে হবে।’

এর আগে, বিকেলে দেওয়া আরেকটি পোস্টে আখতার অভিযোগ করেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের জঙ্গিরা আমাদের ওপর হামলা করছে। গুলি করছে, বিস্ফোরণ করছে। সারাদেশে প্রতিরোধ গড়ে তুলুন।’

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় সমাবেশ শেষে ফিরছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে তাদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। নেতাকর্মীদের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এতে একাধিক গাড়ি ভাঙচুর হয়। পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় এনসিপি নেতারা পিছু হটে।

ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। সারাদেশে এনসিপি নেতারা ও সমর্থকরা এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার হোসেন এনসিপি গোপালগঞ্জ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর