কুষ্টিয়া: “গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র, যে সেখানে এনসিপির ভাইদের সঙ্গে এমন আচরণ করা হলো? এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।” — এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা আমির হামজা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ায় এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে মুফতি আমির হামজা আরও বলেন, “গোপালগঞ্জের আজকের বিভীষিকাময় পরিস্থিতি দেখে আমরা আরও জোরালোভাবে দাবি জানাচ্ছি—জুলাই গণহত্যার বিচার আগে হওয়া উচিত। আমাদের জাতীয় সমাবেশের সাত দফা দাবির মধ্যে গণহত্যার বিচারের বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত।”
তিনি বলেন, “আগামীতে যেন এ ধরনের বর্বর ঘটনা না ঘটে, সে কারণেই আমাদের জাতীয় সমাবেশ। সবার প্রতি আহ্বান, এই সমাবেশে অংশ নিয়ে জাতির ন্যায্য দাবিকে শক্তভাবে তুলে ধরুন।”
সমাবেশ শেষে শহরজুড়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক। কর্মসূচিতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।