চট্টগ্রাম ব্যুরো: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টায় ক্যাম্পাসের জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন ছাত্রাবাসের সামনে ঘুরে আবার সেখানে এসে সমাবেশ করে।
এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’- এসব স্লোগান দেন।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘আজ গোপালগঞ্জে আমাদের জুলাই যোদ্ধাদের ওপর নৃশংসভাবে হামলা করেছে আওয়ামী লীগ। হাসিনা ১৬ বছর ধরে ক্ষমতায় থেকে দেশের প্রত্যেক পরতে পরতে ছোট ছোট হাসিনা বসিয়ে রেখে গেছে। ৫ আগস্ট কুখ্যাত হাসিনাকে সরাতে পেরেছি। কিন্তু সব জায়গা থেকে এমন ছোট হাসিনাদের উৎখাত করতে পারিনি।’