Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২৩:২০

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি প্রাইভেটকারে বিশেষ অভিযানে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাস টার্মিনালের মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য ‍উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে নেতৃত্ব দেন। পুলিশ জানায়, দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক সেটি দ্রুত চালিয়ে বাস টার্মিনালের দিকে পালিয়ে যায়।

পরে পুলিশ ওই গাড়িকে অনুসরণ করে দৌলতদিয়া বাস টার্মিনালের মাইক্রোস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। পরে গাড়িটি ফেলেই পালিয়ে যায় মাদক কারবারিরা। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। গাড়ির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএস

উদ্ধার ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর