Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো শিবিরের বিক্ষোভ

ঢাবি করেস্পন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২৩:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির ঢাবি শাখা।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন।

সংগঠনটির নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য এসে সমাবেশ করেন।

এ সময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশন সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বলেন, ‘হাসিনা এবং তার দোসদের গোপালগঞ্জে আশ্রয় দেওয়া হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে হাসিনা ও তার দোসরদের কোনো জায়গা হবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, আপনারা যদি বিচার করতে না পারেন পদত্যাগ করেন। ছাত্রজনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই রক্তের উপর আপনারা (অন্তবর্তীকালীন সরকার) ক্ষমতায় বসেছেন। আপনারা এখানে ভোগ বিলাসের জন্য বসেননি। আপনারা যদি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেন, খুনি হাসিনার যেই পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। শহিদদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইয়ের স্পিডকে ধারণ করে, নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগসহ সকল গুন্ডাপান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে, তাদের দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসেন।’

ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘আমরা হাসব না কাঁদব, মাঝে মাঝে খুঁজে পাই না। সারাদেশে যখন আওয়ামী লীগের ৩০০ এমপি পালিয়ে যায়, গোপালগঞ্জের গুটি কয়েকের লাফালাফি দেখে আমাদের মাঝে মাঝে হাসি পায়। আবার দুঃখ হয়, ইন্টারিম সরকারের এই ব্যর্থতা দেখে। ইন্টেরিম সরকারের প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা ক্যাটাগরিতে চরমতম ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ক্যান্টনমেন্টখ্যাত সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা যারা, গোপালগঞ্জে তারা আশ্রিত ছিল। তারা সবাই মিলে সন্ত্রাসী হামলা করেছে। ইন্টেরিম গভর্নমেন্ট এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা সুস্পষ্ট কণ্ঠে ইন্টেরিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন আল্লাহর ওয়াস্তে দায়িত্বটা ছেড়ে দেন। বাংলাদেশে অসংখ্য তরুণ-যুবক আছে বাংলাদেশকে শাসন করবার জন্য।’

সারাবাংলা/কেকে/পিটিএম

ইসলামী ছাত্রশিবির টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবার বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর