Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২৩:১৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২৩:২৫

মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা: জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (১৬ জুলাই) দুপুর ৩টা থেকে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘আমরা এখানে উপস্থিত হয়েছি অন্তর্বর্তী সরকারের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা এবং ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ এর সঙ্গে সঙ্গতি রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীতে। আজকের এই আয়োজন আমাদের জুলাইয়ের চেতনা ও ঘটনাবলী স্মরণ করিয়ে দেয়। আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এই গ্রাফিতি ও ফটোগ্রাফি প্রদর্শনী কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এর পেছনে রয়েছে একটি স্পষ্ট বার্তা। আমরা চাই না, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই জুলাই আন্দোলনের ঘটনাবলী জাতীয় স্মৃতি থেকে হারিয়ে যাক। আমরা চাই না, সেই ত্যাগ, সেই সাহস, আর সেই সময়ের সত্য ও ঘটনাবলী ভুলে যাক আমাদের আগামী প্রজন্ম। এ আয়োজন তারই এক ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়াস; যার মাধ্যমে আমরা চাই মানুষ দেখুক, ভাবুক, প্রশ্ন করুক, এবং মনে রাখুক।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলন সময়ের ব্যবধানে এক সার্বজনীন গণআন্দোলনে রূপ নিয়েছিল। একটা সময় প্রায় সব শ্রেণি-পেশার মানুষ, সরাসরি বা পরোক্ষভাবে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন। এটা ছিল একটা নৈতিক আন্দোলন; যা কোনো দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। সাম্য, ন্যায়, মানবাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের পথযাত্রায় এটি এক অনন্য অধ্যায়।’

উপদেষ্টা আরও বলেন, ‘এসব স্মৃতি ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব। এই প্রদর্শনী সেই প্রচেষ্টারই অংশ। আমরা চেয়েছি এমন কিছু দৃশ্যমান করে তুলতে, যা মানুষকে ভাবাবে, যা মানুষের মনে গেঁথে থাকবে।’

এ ছাড়াও, ভবিষ্যতে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের জন্য এই ইতিহাস একটি দর্পণ হয়ে থাকবে। যেন তারা বোঝেন, ন্যায় ও অন্যায়ের পার্থক্য কী ছিল, কে কোথায় দাঁড়িয়েছিল, কারা সত্যের পক্ষে কথা বলেছিল, আর শেষ পর্যন্ত কে কতটুকু মূল্য দিয়েছিল বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সারাবাংলা/একে/এইচআই

গ্রাফিতি প্রদর্শনী জুলাই পুনর্জাগরণ পররাষ্ট্র মন্ত্রণালয় ফটোগ্রাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর