Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২৩:৪৪

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের বৃহস্পতিবারের (১৭ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে। মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেরও গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয়পত্র, আরবি দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা।

মাদরাসা বোর্ডের বৃহস্পতিবার আলিমের আল ফিকহ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর কারিগরি বোর্ডের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম-১ ও প্রডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। যা আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। আর এ কারণেই বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।

সারাবাংলা/এনএল/পিটিএম

এইচএসসি পরীক্ষা গোপালগঞ্জ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর