Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে ‘ঢাকা টু গোপালগঞ্জ মার্চ’ করব: নুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২৩:২২

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একইসঙ্গে তিনি গোপালগঞ্জকে ‘সন্ত্রাসী লীগ মুক্ত’ করতে ‘ঢাকা টু গোপালগঞ্জ মার্চ’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সামাজিক যেগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে নুর এ হুঁশিয়ারি দেন।

তিনি লিখেন, ‘সারাদেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে ১১ মাসেও তাদের মধ্যে কোনো অনুশোচনাবোধ জন্মায়নি। বরং তারা হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়।’

বিজ্ঞাপন

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীকে বলছি, ফ্যাসিবাদ নির্মূলে আওয়াজ তুলুন—পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।’

এর আগে, বিকেলের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে তিনি লিখেন, ‘বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।’

উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় চারজন নিহত ও অনেকে আহত হন।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ নুর নুরুল হক নুর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর