নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসঙ্গে জেলা বিএনপি পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিতে মো. সেলিম ফারুককে আহ্বায়ক এবং এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—সোহেইল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু।