Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৭ জুলাই ২০২৫ ০০:০৪

ঢাকা: ওয়ানপ্লাস বাংলাদেশে বহুল প্রতীক্ষিত নর্ড ৫ সিরিজ অফিসিয়ালি উন্মোচন করেছে। বুধবার (১৬ জুলাই) থেকে সারাদেশের অফিশিয়াল ওয়ানপ্লাস আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই সিরিজের ফোন দুটি। শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ সব ফিচারসহ ওয়ানপ্লাস নর্ড ৫ ও নর্ড সিই ৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স।

মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে কেনা ফোনগুলোর জন্য থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। এর ফলে ভার্টিক্যাল লাইন ইস্যু ফেস করা ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন। ফোন দুটির বিক্রি শুরু হচ্ছে ১৬ জুলাই ২০২৫ থেকে।

বিজ্ঞাপন

ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রগন® ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট, ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা। সব মিলিয়ে ফোনটি এই ক্যাটাগরির অন্যতম শক্তিশালী ও অল-রাউন্ড ফোন।

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫ -তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম। ফোনটির বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এই ক্যাটাগরির ফোনে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি ও শক্তিশালী চিপসেট। এ থেকে বোঝা যায় ওয়ানপ্লাস ব্যবহারকারীদের চাহিদা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

গেমিং বা ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করতে ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩,৯৯৯ টাকায়। আর যারা বেশি ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য নর্ড সিই৫ এর দাম মাত্র ৩৫,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ পাওয়া যাচ্ছে দেশের সব অফিশিয়াল ওয়ানপ্লাস স্টোর ও রিটেইল স্টোরে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

ওয়ানপ্লাস ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ