সিরাজগঞ্জ: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞতা থাকা উচিত, তার জন্যই দলটি রাজনীতি করার সুযোগ পেয়েছে। অথচ সেই কৃতজ্ঞতা নেই, বরং জামায়াত বিএনপিকে ঘায়েল করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। তবে কোনো ষড়যন্ত্রেই বিএনপির কিছু হবে না, কারণ বিএনপি এ দেশের মানুষের ভালোবাসার দল।’
বুধবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেল-জুলুম, নির্যাতন, বেকারত্বসহ নানা ত্যাগ স্বীকার করেছেন। আগামী কমিটিতে এসব ত্যাগীদের অগ্রাধিকার দিতে হবে। হাইব্রিডদের ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে।’
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, ‘জনগণ বিএনপির পক্ষে আছে। এ দেশকে রক্ষা করতে বিএনপিই প্রয়োজন। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতেই কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছে—এটা নতুন ষড়যন্ত্র। তবে দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দেবে।’
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাবেক এমপি এম আকবর আলী, রুমানা মোর্শেদ কনকচাঁপা, নাজমুল হাসান তালুকদার রানা, মতিয়ার রহমান সরকারসহ বিএনপির বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন ভিপি শামীম খান ও আবু সাইদ সুইট।