রাজবাড়ী: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ সকল শহিদদের স্মরণে রাজবাড়ীতে স্মরণসভা আয়োজন করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন। এতে বক্তব্য রাখেন সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ এবং রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মণ্ডল।
বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ নতুন বাংলাদেশ গড়ে উঠছে। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। গত ১৭ বছরে অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি।”
তারা অভিযোগ করেন, “যারা আন্দোলনে ছিলেন না, তারাই এখন ক্ষমতার ভাগ-বাটোয়ারায় ব্যস্ত। অথচ যারা রক্ত ঝরিয়েছে, তারা আজও মাঠে।”
সভায় বক্তারা ছাত্রদলের নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।