ঢাকা: গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার (১৬ জুলাই) রাত ১২টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ বা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বা ব্রডব্যান্ড সেবা বন্ধ বা ব্যাহত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো ধরনের নির্দেশনা দেয়নি। সরকার নীতিগতভাবে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর। তাই এ ধরনের প্রশ্ন উঠাই অবান্তর।
এতে আরও বলা হয়, “যেকোনো পরিস্থিতিতে ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়েছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা নিছক অপপ্রচার এবং মিথ্যাচার। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”
মন্ত্রণালয় থেকে বলা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার এবং তাদের দোসরা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।”