ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আলামিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চাঁদ উদ্যানের লাউতলা এলাকায় ঘটনাটি ঘটে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘চাঁদ উদ্যান লাউতলা ৬ নম্বর রোড এলাকায় একটি দোকানের সামনে আলামিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় ওই যুবক। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তদন্তে নেমেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
এ ছাড়া, ওই যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি ইফতেখার।