গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছিলেন তিনি। ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব আল হাসান হয়েছিলেন ম্যাচসেরাও। তবে এরপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন সাকিব। সাকিব ব্যর্থ হলেন রংপুর রাইডার্সের বিপক্ষেও। আর এতেই দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে টানা তিন জয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দুবাই টানা তিন হারে বিদায় নিল গ্লোবাল সুপার লিগ থেকে।
রংপুরের বিপক্ষে প্রথমে বোলিংয়ে নেমেছিলদ দুবাই। বল হাতে ভালোই করেছেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব। রংপুর তোলে ১৫৮ রান।
তবে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। সাকিব ৭ বলে করেন মাত্র ৩ রান। দলের অন্যরাও দুবাইকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। দুবাইয়ের ইনিংস থাকে ১৫০ রানে।
গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে সবার আগে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল রংপুর। গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ খেলবে রংপুর।