Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বজনীন পেনশন স্কিম গতিশীল করতে পিএলসিএর সঙ্গে এনআরবি ব্যাংকের সমঝোতা সই

সারাবাংলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ০৯:০৭ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ০৯:১৮

সমঝোতা স্মারক সই অনুষ্ঠান।

জাতীয় পেনশন স্কিম বাস্তবায়ন আরও গতিশীল করার লক্ষ্যে সোমবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এনআরবি ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সচিব- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মো. মহিউদ্দিন খান। সমঝোতা স্মারক অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব তারেক রিয়াজ খান।

বিজ্ঞাপন

জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে চারটি পৃথক কর্মসূচি রয়েছে- প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য একটি ইউনিক পেনশন আইডি প্রদান করা হয়, যার মাধ্যমে তারা অনলাইনে তাৎক্ষণিকভাবে তাদের চাঁদা এবং মুনাফা পর্যবেক্ষণ করতে পারেন।

অবসরোত্তর আর্থিক নিরাপত্তার পাশাপাশি, এই স্কিমে আয়কর রেয়াত, ঋণ সুবিধা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য সরকারি সহঅংশীদারত্বের সুবিধাও রয়েছে।

সারাবাংলা/এনজে

এনআরবি ব্যাংক পিএলসিএ সমঝোতা সই সর্বজনীন পেনশন স্কিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর