টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন তারা। অবশেষে সফরের শেষটা জয় দিয়েই রাঙাল বাংলাদেশ। টি-২০ সিরিজের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে ব্যাটে-বলে বাংলাদেশের সেরা কারা?
প্রথম ম্যাচে হেরে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-২০তে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। তৃতীয় ম্যাচে মাহেদির ঘূর্ণিজাদু ও ব্যাটারদের দৃঢ়তায় সহজ জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
সিরিজে রান তোলার দিক দিয়ে সেরা ৫ জনের ৩জনই বাংলাদেশের। ৩ ম্যাচে ১১৪ রান করে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন। তার গড় ৩৮, সর্বোচ্চ স্কোর ৭৬, স্ট্রাইক রেট ১৩১। লিটন হাফ সেঞ্চুরি পেয়েছেন একটি।
৩ ম্যাচে ৯৪ রান নিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সফলতম ব্যাটার তানজিদ তামিম। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৩, গড় ২৯। ৩ ম্যাচে ৬৮ রান নিয়ে দলের হয়ে তৃতীয় স্থানে আছেন তাওহিদ হৃদয়।
এই সিরিজে সবচেয়ে বেশি রান শ্রীলংকার পাথুম নিশানকার। ৩ ম্যাচে তিনি করেছেন ১২০ রান।
বোলিংয়েও সেরা ৫ এর ৩ জন বাংলাদেশের। মাত্র এক ম্যাচ খেলেই সবাইকে ছাড়িয়ে গেছেন শেখ মাহেদি। তৃতীয় ম্যাচে খেলতে নেমে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় স্থানে আছেন আরেক স্পিনার রিশাদ। ৩ মাএ ৬২ রানে নিয়েছেন ৪ উইকেট।
২ ম্যাচে ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তার পরেই আছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।