Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১০:০৩

‎ঢাকা: ‎১৭৭টি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

‎আবেদনের বয়স: ‎১ জুলাই ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

‎আবেদনের নিয়ম: আগ্রহীদের গণযোগাযোগ অধিদফতরের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১১ থেকে ১৪ নম্বর পদের জন্য ৫৫ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ‎আগামী ২৮ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা dmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

‎আবেদনের বিস্তারিত: নিচের ঠিকানায় জানা যাবে-

বিজ্ঞাপন

https://masscommunication.gov.bd/sites/default/files/files/masscommunication.portal.gov.bd/notices/daf14ec9_9930_4df7_b154_8bc4c9aa7a8e/2025-06-30-05-05-b828e1a075f07b3f0fac7ae6f579d498.pdf

‎আবেদনের শেষ সময়সীমা: ২৮ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে

চাকরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর