Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৫:০৪ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৫:০৬

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মরদেহ উদ্ধারের কাজ করছেন।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে মো. আল-আমিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন কুড়িগ্রামের পাঁচগাছি উপজেলার গাড়ীমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসাবধানতার ট্রেন লাইন পারাপার হওয়ার সময় ওই যুবক ট্রেনের নীচে কাটা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।

সারাবাংলা/এনজে

ট্রেনে কাটা যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর