Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১২:২২ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৫:০৭

শপিংমলে অগ্নিকাণ্ডের ছবি। ছবি: সংগৃহীত

ইরাকের পূর্বাঞ্চলের আল-কুট শহরে একটি হাইপারমার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ (আইএনএ) প্রদেশের গভর্নরের বরাতে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা না গেলেও, গভর্নর জানিয়েছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।

আইএনএকে দেওয়া এক বিবৃতিতে গভর্নর বলেন, ‘আমরা ভবনের মালিক ও বিপণিবিতানের বিরুদ্ধে মামলা দায়ের করেছি’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর