ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি পলাশ আহমেদ (২৬) নামে এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা যায়, ওই বন্দির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মরোহরপুর গ্রামে। বাবার নাম শহিদ উদ্দিন। মিরপুর মডেল থানার মামলার আসামি ছিলেন।