Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে জেডআরএফের সচেতনামূলক প্রচারপত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৪:০৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৪:১১

সচেতনামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারপত্র ও মাস্ক বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার, করোনা ও ডেংগু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর গৃহীত বিভিন্ন কর্মসূচির আয়োজক কমিটির আহবায়ক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামিম, লিফলেট বিতরণ কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ শফিউল আলম দিদার, ডা পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা হারুন আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম, ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামিমুর রহমান শামিম, প্রকৌশলী জহির উল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরীসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

কর্মসূচি উদ্বোধনের পর বসুন্ধরা শপিং কমপ্লেক্স চত্বর ও এর সংলগ্ন এলাকায় পাঁচ হাজার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলবে। বৃষ্টি কমলে স্প্রে এবং মশারি বিতরণ করা হবে।

সারাবাংলা/এজেড/এনজে

জেডআরএফ ডেঙ্গু প্রতিরোধ প্রচারপত্র বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর