Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে পদত্যাগ করলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৪:৪৩

ইসলামী ব্যাংকের পদত্যাগকৃত চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: অবশেষে পদত্যাগ করেছেন বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদ বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দেন বলে জানা গেছে।

এর আগে গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদ-কে। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তাকে এ পদে বসানো হয় বলে ব্যাংক পাড়ায় প্রচারণা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে চেয়ারম্যান হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর জের ধরে গত ৩ জুলাই তাকে ডেকে পদত্যাগ করতে বলার পর পদে থাকার জন্য তিনি বিভিন্ন মহলে লবিং শুরু করেন। গত ১৫ জুলাই ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। গত ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। বিএফআইইউর বিশেষ অভিযানে গত আগস্টের পর ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে কী কী সুবিধা নিয়েছেন- সে বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়। সম্প্রতি এক মাসের জন্য তার যুক্তরাষ্ট্র সফরে ব্যাংক থেকে কোনো খরচ নিয়েছেন কিনা, নিলে কোন খাতের নামে নিয়েছেন সে সম্পর্কিত তথ্যও নেওয়া হয়েছে।

এদিকে ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে বসানো হতে পারে বলে আলোচনা শোনা যায়।

সারাবাংলা/আরএস

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর