Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দাদী শাশুড়ী-নাতবউ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৪:৪৬

গ্রেফতার প্রধান অভিযুক্ত সৈকত হাসান।

বগুড়া: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বগুড়ায় দাদী ও নাতবৌকে গলাকেটে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার মো. সোহেল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান। তিনি বলেন, গ্রেফতার সৈকতকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে সৈকত জানিয়েছে, ওই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিলো। আবার নিহতের পরিবার বলছে তার প্রস্তাব প্রত্যাখান করায় এই ঘটনা। আমরা তদন্ত করছি। আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার পর সদরের ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দাদী শাশুড়ী লাইলী বেওয়া ও নাতবৌ হাবিবা ইয়াসমিন নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন বন্যা আক্তার নামের এক কিশোরী। এই ঘটনা ঘটে।

বন্যার ফুপাতো ভাই খোকন মিয়া জানান, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একই এলাকার সোহেলের ছেলে সৈকত নামের এক বন্যাকে পছন্দ করতো এবং প্রায়ই বিরক্ত করতো। বুধবার বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭/৮ জন বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের দেখে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে আসলে বন্যার পেটে ছুরিকাঘাত করলে তারা পালিয়ে যায়।

সারাবাংলা/এনজে

গ্রেফতার দাদী শাশুড়ী-নাতবউ প্রধান অভিযুক্ত হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর