কুষ্টিয়া: সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয়ক পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধ অনুষ্টিত হয়। এতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
সংগঠনটির কুষ্টিয়া জেলার সভাপতি লিখন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ আল হাসান বলেন, দীর্ঘদিন ধরে বিনা বেতনে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়া চালিয়ে আসছেন। সরকার বারবার আশ্বাস দিলেও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি মেলেনি। অতি দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় একই দাবিতে প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেওয়া হয়।