Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৫:৩২ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৫:৩৫

এ্যাড. খোদাদাত খান পিটু।

নওগাঁ: নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার