Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুরগিবাহী পিকআপে আগুন, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৫:২৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৫:২৭

মুরগিবাহী পিকআপে আগুনের ছবি।

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুরগিবাহী একটি পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগরের কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পিকআপ দুর্ঘটনার পরপরই একই স্থানে ঢাকামুখী তিনটি যাত্রীবাহী বাস- চন্দ্রা পরিবহন, পূর্বাশা পরিবহন ও দোলা পরিবহন একটির পেছনে আরেকটি ধাক্কা দেয়। এতে অন্তত ৮ জন যাত্রী আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গাড়িটির গিয়ারবক্স অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। আগুনে পিকআপের চালকের কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এই ঘটনায় কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর