ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনজন কর পরিদর্শককে চাকরি থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। বদলির আদেশ ছিড়ে ফেলার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর পরিদর্শকরা হলেল- কর অঞ্চল ২ এর কর পরির্দশক লোকমান আহমেদ, কর অঞ্চল ৬ এর কর পরিদর্শক রুহুল আমিন এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক আব্দুলল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বুধবার (১৭ জুলাই) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) উপ-পরিচালক (উপকর কমিশনার) মো. জিল্লুর রহমান। শৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (উপ-কমিশনার) মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (১৬ জুলাই) মুকিতুল হাসান ছাড়াও আরও ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বাইরে কর অঞ্চ-১০ এর একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তথ্যমতে, এখন পর্যন্ত এনবিআরের ২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৪ জনকে। ১৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। আর অন্দোলেনের শুরু থেকে এখন পর্যন্ত বদলি করা হয়েছে অন্তত ১০০ জনকে। এরমধ্যে গেল ১ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসের একজন কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়, মঙ্গলবার ১৪ জনকে বরখাস্ত করা হয়ছে, আর বুধবার বরখাস্ত হয়েছেন ৯ জন।