Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়েন্দা তথ্য ছিল, তবে এত বড় হামলার ধারণা ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৬:২৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা: গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকার্মীদের হামলার বিষয়ে বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তারা হামলা করবে। সেই অনুযায়ী প্রস্তুতিও ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। তবে এত বড় হামলা করবে তা ধারণার বাইরে ছিল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই হামলা যারা করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ঘুম হারাম করে দেওয়া হবে। তারা অন্যায় করেছে, সুতরাং অন্যায়কারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

এনসিপির নেতারা অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে, বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন। যার যে বক্তব্য সে সেটা দেবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সেখানে কালকেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।’

সারাবাংলা/ইউজে/এইচআই

এনসিপি গোপালগঞ্জে হামলা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর