রাজবাড়ী: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ী জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। এতে যুবদলের শত শত নেতাকর্মী অংশ নেয়।
বৃহষ্পতিবার (১৭ জুলাই) মিছিলটি ইউ মার্কেটের (পান্নাচত্বর) সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন- জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, রাজবাড়ী পৌর যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খাইরু, সাবেক ছাত্রনেতা ফারুক দেওয়ান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ ও বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান।
বক্তারা সমাবেশে বলেন, ‘গত ১৭ বছর ধরে আমরা রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলাম। এই সময়ে বহু হামলা-মামলার শিকার হয়েছি এবং অনেক ত্যাগ স্বীকার করেছি। গত ৫ আগস্ট তীব্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। এই পতনের পেছনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর অসামান্য অবদান রয়েছে। তবে দুঃখজনকভাবে, কিছু কুচক্রী মহল, গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা বলছে, সরকার পতনে বিএনপির কোনো অবদান ছিল না। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ৫ আগস্টের সরকার পতনের মূল পরিকল্পনাকারী ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
বক্তারা আরও বলেন, ‘কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কারও রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা এ ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিব রাজপথে থেকে।’