ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। পাশাপাশি সার্বিক লেনদেনও বেড়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) ডিএসই-তে লেনদেন ৭শ’ কোটি টাকার ছাড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবার (১৭ জুলাই) তা আরও বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সকালে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে শুরুর পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। যা আগের দিন ৫৫ পয়েন্ট বেড়েছিল। সেই তুলনায় বৃহস্পতিবারে সূচক কিছুটা কম বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসই-তে ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন এর পরিমাণ ছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৩০ লাখ টাকার বা ৮ শতাংশ।
ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৩টির। অর্থাৎ তালিকাভুক্ত মোট ৩৮.৬৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আর দর কমেছে ১৮০ টির। সেই হিসেবে মোট ৪৫.৪৫ শতাংশের দর কমেছে। আর দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৯০ শতাংশের।
অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩০পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছিল।