Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৬:৫২

সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

ঢাকা: দুদকের মামলায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালত এ আদেশ দেন। এদিন অভিযোগ গঠন শুনানির জন্য প্রস্তুতি না থাকায় সময়ের আবেদন করেন সম্রাটের আইনজীবী।

আদালত সূত্র জানায়, আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আদালতের কাছে সময় চান আসামিপক্ষের আইনজীবী। কিন্তু আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করেন আদালত। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।

সারাবাংলা/আরএম/পিটিএম

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বিচার যুবলীগ নেতা শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর