Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ জুলাই ই-ক্যাবের ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৬:৪৭

ঢাকা: দেশের ই-কমার্স খাতের ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে ২৬ জুলাই। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছেন ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী। এর আগে সংগঠনটির নির্বাচন স্থগিত হয়ে যায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ই-ক্যাবের প্রশাসক মুহাম্মদ সাঈদ আলী সারাবাংলাকে বলেন, আগামী ২৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগেই তফসিল হয়েছে। আশা করি, এবার নির্বাচন সম্পন্ন করা যাবে।

গেল ৩১ মে ই-ক্যাব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ওই নির্বাচন স্থগিত করেছে ই-ক্যাব নির্বাচনের জন্য গঠিত নির্বাচন বোর্ড। গেল ১৪ মে এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন বোর্ডের সদস্যদের সই করা এক চিঠিতে বলা হয়, ‘ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

ই-ক্যাবের ১১ পরিচালক পদে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ প্রার্থী। এরমধ্যে নির্বাচনকে সামনে রেখে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামে দুটি প্যানেল আত্মপ্রকাশ করেছে। নির্বাচনে অংশ নেওয়া ৩৬ প্রার্থীর মধ্যে ২৭ জনই নতুন মুখ। দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসাবে রয়েছেন ১৪ প্রার্থী। আর ই-ক্যাবের প্রায় তিন হাজার সদস্য থাকলেও এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ৫০২ জন।

নির্বাচনকে সামনে এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক শাপলার নেতৃত্বে গঠন করা হয়েছে প্যানেল ‘টিম ইউনাইটেড’। আর ‘টিম টাইগার’ নামের অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন গ্রীন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান।

সারাবাংলা/ইএইচটি/এসআর

ই-ক্যাব ই-ক্যাবের ভোট