Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুঝে শুনে কথা বলুন— জামায়াতকে ফারুক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৬:৫৫

মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

ঢাকা: এক সময়ের জোটসঙ্গী, রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামকে বুঝে শুনে কথা বলার অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ মানববন্ধন আয়োজন করে।

জামায়াতের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘আপনারা বুঝে শুনে কথা বলুন। অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেন নাই। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির ওপর হামলা করে, তখন কারা আনন্দ মিছিল করেছে? কারা পাকিস্তানের পক্ষে ছিল? তা সবাই জানে। আপনাদের ইতিহাস জাতি জানে, আপনাদের ইতিহাস জাতির কাছে প্রকাশ করতে চাই না। আপনারা জাতির কাছে ক্ষমা চান।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘গোপালগঞ্জ যে আক্রমণ এবং ন্যক্কারজনক হত্যাকাণ্ড হয়েছে, সে আক্রমণ কি বোঝাতে চেয়েছে আমরা জানি না। এটা কীসের আলামত? যখনই লন্ডনে আমার নেতা তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কিন্তু ভেসে আসি নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহিদ জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি, সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।’’

জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন, সংগীত শিল্পী ন্যান্সি, আহসানুল্লাহ জনি প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

জয়নুল আবদিন ফারুক জামায়াত জোটসঙ্গী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর