Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিপু-প্রীতি হত্যা: সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৭ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৭:০০

টিপু ও প্রীতি

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহেরের আদালত এ আদেশ দেন। এদিন এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী না আসায় নতুন দিন ঠিক করেন বিচারক।

এর আগে, ২০ জুন সাক্ষ্য দেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। গত ২৯ এপ্রিল এ মামলার ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে সড়কের ওপর টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও গুলিবিদ্ধ হন। এতে তিনিও মারা যান। এ ঘটনায় ওই রাতেই শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন নিহত টিপুর স্ত্রী ডলি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসআর

টিপু-প্রীতি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর