Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৭:০১

নোয়াখালীতে বিক্ষোভ মিছিল এবং সামাবেশ করেছে জেলা যুবদল।

নোয়াখালী: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল এবং সামাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা শহর মাইজদীর কোর্ট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।

জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন— জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ ও সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান’সহ অনেকে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘প্রশাসনের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে একটি অস্থিতিশীল পরিবশের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাই নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে সেটিকে প্রতিহত করতে হবে।’ যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা।

সারাবাংলা/এইচআই

নোয়াখালী বিক্ষোভ যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর