Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৭:৩৮

ফরিদপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা।

ফরিদপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনায় বিচার না হলে সারাদেশ থেকে লং মার্চ ঘোষণা করে গোপালগঞ্জের মাটি ও মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও ডেভিলরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে। দ্রুত গোপালগঞ্জের সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আমরা আবারও গোপালগঞ্জ যাব। এ যাওয়াই শেষ যাওয়া না। গোপালগঞ্জের মাটি এবং মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোনো বাধাতেই আমাদের জুলাই পদযাত্রা থেমে থাকবে না। ৩ আগস্টের আগেই সারাদেশে পদযাত্রা শেষ করা হবে। এর পর ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই সনদ ও ইসতেহার ঘোষণা করা হবে।’

এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, ‘জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা যে দাবি তুলেছেন, আমারা দাবিপুরণে আপনাদের পাশে আছি, থাকব ‘

তিনি বলেন, ‘দেশের মানুষ ফ্যাসিবাদ ও মুজিব বাদের রাজনীতি দেখতে চায় না। কিন্তু ভারতের কৃতদাস বানাতে আবারও একটি চক্র আওয়ামী লীগের দালাল ও দোসররা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়।’

তিনি আরও বলেন, ‘১৪, ১৮, ২৪ এ যে ভোটার বিহীন নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রে নির্বাচনে অংশ নিতে আর কোনো সুযোগ পেতে পারে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা জঙ্গীবাদের শিক্ষা নিয়ে গতকাল গোপাগলঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে মরণঘাতী আক্রমনের চেষ্টা করেছে। তারা অস্ত্রদিয়ে আমাদের ওপর গুলি চালিয়ে হামলা করেছে। তারপরও গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুরদাবাদের স্লোগানকে দাবিয়ে রাখতে পারেনি।’

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম কোচি, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সৈয়দা নিলীমা দোলা, কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক।

এর আগে, দুপুর দেড়টায় কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ফরিদপুর শহরে এসে পৌঁছে। দুপুর ২ টার দিকে সার্কিট হাউজ থেকে পদযাত্রা শুরু করে আড়াইটার দিকে সমাবেশ মঞ্চে এসে পৌঁছায়। সমাবেশে শেষে এনসিপির পদযাত্রা বহরটি রাজবাড়ীর উদেশ্যে রওনা দেয়।

পুলিশ সুপার আব্দুল জলিল জানান, ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে নিরাপত্তা দিতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়। গোপালগঞ্জের ঘটনায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ, র‌্যার্ব, কোস্টগার্ড, সেনাবাহিনী যৌথ নিরাপত্তা দেন।

সারাবাংলা/এইচআই

এনসিপি গোপালগঞ্জ নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর