কুষ্টিয়া: কুষ্টিয়ায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নির্বাচনের সময় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উন্মুক্ত লটারি স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় উন্মুক্ত লটারি অনুষ্টানের সভাপতিত্ব করছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
উন্মুক্ত লটারিতে অংশ গ্রহণকারীরা অভিযোগ করে জানান, হঠাৎ করে চিৎকার-চেঁচামেচির কারণে লটারি বন্ধ হয়ে যায়। শান্তিপূর্ণ পরিবেশে পুনরায় লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের দাবিও জানান তারা।
অপরদিকে লটারিতে অভিযোগ কারীরাদের ভাষ্য অনুযায়ী, এই লটারিতে আওয়ামী লীগে অনুসারীরা আবেদন করেছেন, তাদের পক্ষে কাজ করা হচ্ছে। আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে লটারি করতে হবে।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও শতাধিক আবেদনকারী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘সব নিয়ম মেনেই উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন হচ্ছিল। কোনো অভিযোগ ছিল না। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় লটারি স্থগিত করা হয়েছে।’