Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার তালিকা অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন
তফসিলের আগে ১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়া যাবে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৮:৪২

বাাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সংশোধনীর ফলে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার হতে পারবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।

তিনি বলেন, ‘বর্তমানে প্রতিবছর ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয় তারা পরবর্তী জানুয়ারি মাসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা।’

বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি

ব্রিফিংয়ে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ ছাড়া, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/পিটিএম

১৮ বছর তফসিল ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর