Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার হাতিরঝিলে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৮:০৪

ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’- তে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে এর আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এতে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাঁথা’ শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকবে জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি যোদ্ধাদের স্মৃতিচারণ। এরপর জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল র‌্যাপার কালেক্টিভ ও আর্টসেল।

বিজ্ঞাপন

জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’।

অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণ প্রত্যাশা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

সারাবাংলা/এফএন/এইচআই

চলচ্চিত্র প্রদর্শনী জুলাইয়ের গান ড্রোন শো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর