Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের জন্য ‘গাছ চেনা প্রতিযোগিতা’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৮:১২

শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গাছ চেনা প্রতিযোগিতা’

ঢাকা: জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষ্যে পরিবেশ ও গাছ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জাতীয় বৃক্ষমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘গাছ চেনা প্রতিযোগিতা ২০২৫’।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা আয়োজন করা হয়—

ক গ্রুপ: ৬ষ্ঠ–৮ম শ্রেণি
খ গ্রুপ: ৯ম–১০ম শ্রেণি
গ গ্রুপ: একাদশ–দ্বাদশ শ্রেণি
প্রতিটি গ্রুপে শিক্ষার্থীদের ২৫টি দেশীয় বনজ, ফলদ, ভেষজ ও শোভাবর্ধনকারী গাছের প্রজাতি শনাক্ত করতে হয়।

ক গ্রুপে প্রথম হয়েছে শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফিয়া বিনতে জামান। দ্বিতীয় হয়েছেন গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোছা. মারিয়া আক্তার সিনহা এবং তৃতীয় হয়েছেন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান সিনহা।

খ গ্রুপে প্রথম হয়েছে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের হিরা মনি, দ্বিতীয় শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাজ সাহা, এবং তৃতীয় নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের হিলারি তাসনিম রিফা।

গ গ্রুপে প্রথম হয়েছেন শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের হুমায়রা তাসনিম পূর্ণতা, দ্বিতীয় হয়েছেন সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও-এর মো. রবিউল ইসলাম, এবং তৃতীয় হয়েছেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রুদ্রনীল দেবনাথ।

প্রতিযোগিতা শেষে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশ, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে একটি আকর্ষণীয় পাপেট শো পরিবেশন করে, যা শিক্ষার্থী, শিক্ষক ও আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রতিটি গ্রুপের বিজয়ীদের মাঝে ক্রেস্ট, প্রাইজবন্ড এবং সনদপত্র প্রদান করা হবে।

সারাবাংলা/এফএন/এসআর

গাছ চেনা প্রতিযোগিতা বৃক্ষমেলা বৃক্ষরোপণ অভিযান