ঢাকা: গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ বাড়ানো হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ দেওয়া হয়। চলমান এই কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।
তবে, আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, ‘সৃষ্ট পরিস্থিতির কারণে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ (১৪৪ ধারা) ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক কাটাতে কারফিউ বাড়ানো হয়েছে। এসময় জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।’
অন্যদিকে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গোপালগঞ্জ শহরে মাইকিং করে সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ২০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।