পঞ্চগড়: বিএনপি কখনো বিশ্বাসঘাতকতার রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে যুবদলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও দেশব্যাপী “পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবিতে” এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ফরহাদ বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে আপনারা কী করেছেন তা ভেবে দেখুন। বিএনপি কখনো লুঙ্গির তলে গুপ্ত রাজনীতি করেনি। শহীদ জিয়া জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে ‘বীর উত্তম’ খেতাব পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আজকে জামায়াত নিজেই বলেছে তারেক রহমান ২০২৪ সালের গণ অভ্যুথানের মাস্টার মাইন্ড। তাহলে কেন মিডফোর্টের পাথর দিয়ে মাথা থেতলে হত্যাকান্ডের ঘটনায় তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান দেয়া হচ্ছে। ৯ তারিখে ঘটনা ঘটল আর ১১ তারিখে তা প্রচার করা হল। ছাত্রদের ব্যানার দিয়ে একটি দল তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করলো। শহীদ জিয়ার ছবি মাটিতে ফেলে মাড়ানো হলো।’
ফরহাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পরবর্তীতে যদি কেউ তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেয়, তবে ছাত্রদল-যুবদলই তার দাঁতভাঙা জবাব দেবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।