চট্টগ্রাম ব্যুরো: চার দফা দাবিতে আগামী রোববার (২০ জুলাই) বৃহত্তর চট্টগ্রামে ডাকা ২৪ ঘণ্টার গণ ও পণ্য পরিবহণ ধর্মঘট স্থগিত করেছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহণ মালিক ফেডারেশন’।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নগরীর কদমতলীতে আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনের সদস্য সচিব মো. হুমায়ুন কবির সোহেল সভার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রীয় পর্যায়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য ২০ জুলাই পরিবহণ মালিক ও শ্রমিক নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। কেন্দ্রীয় বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেটির ওপর আমাদের পরবর্তী কর্মসূচি নির্ভর করবে। আপাতত বৃহত্তর চট্টগ্রামে ২০ জুলাইয়ের ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগরী ও জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় ২০ জুলাই ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত পণ্য পরিবহণকারী সকল যানবাহন ও গণপরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।
চার দফা দাবির মধ্যে রয়েছে- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন ও সংশোধন, যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা, গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে পরিবহণ সেক্টরকে জিম্মি করতে না দেওয়া এবং বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।