কুমিল্লা: কুমিল্লা মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড মুরাদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বউ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের একটি টহল দল।
আটকরা হলেন- কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সোহেল, একই এলাকার রফিক মিয়ার ছেলে মামুন, কবির মিয়ার ছেলে মোহাম্মদ জুয়েল, মাসুদ মিয়ার ছেলে সোহেল মিয়া ও আদর্শ সদর উপজেলার আন্দপুর গ্রামের মৃত হারুনের রশিদের ছেলে সবুজ আহমেদ।
অভিযানে উদ্ধার করা হয় ১ হাজার ৪ শত পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, ২টি ওয়াকিটকি সেট, ১১টি মোবাইল ফোন, ৬টি চাইনিজ ছুরি, একটি চাপাতি, একটি দেশীয় তৈরি ছুরি, ৩টি পেন ড্রাইভ ও ৪টি মেমোরি কার্ড।
অভিযান শেষে সেনাবাহিনী আটকদের মাদক ও অস্ত্রসহ স্থানীয় থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ আসামিদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’