Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর বয়স বাধ্যতামূলক

‎‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৯:৩৫

‎ঢাকা: ‎নির্বাচন কমিশন (ইসি) ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে, যেখানে পর্যবেক্ষকদের জন্য নতুন শিক্ষাগত ও বয়স যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে নির্বাচন পর্যবেক্ষক হতে হলে সর্বনিম্ন এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। একই সঙ্গে, পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে। সেসঙ্গে ভোটের আগে-পরে তিন দিন পর্যবেক্ষক সংস্থা মোতায়েনের বিধান রাখা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চত করেস।

‎ত্রয়োদেশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে এবার নতুন নীতিমালা জারি করল এএমএম নাসির উদ্দিন কমিশন।

‎আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগতযোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম ২৫ বছর।

‎সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু নতুন সংযোজন করেছে। বর্তমান কমিশন পর্যবেক্ষক হতে শিক্ষাগত যোগ্যতা বাড়াল এবং পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স কমিয়ে দিল।

‎তিনি জানান, সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে।

‎নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। ‎নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিনদিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

‎‎সারাবাংলা/এনএল/এসআর

নির্বাচন কমিশন নির্বাচনে পর্যবেক্ষক পর্যবেক্ষণ নীতিমালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর