Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডায় ২ ভারতীয় শিক্ষার্থীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৯:৫৫

ছবি: সংগৃহীত

কানাডার সারেতে এক আদিবাসী ব্যক্তিকে হিট অ্যান্ড রানে হত্যার দায়ে দুই ভারতীয় আন্তর্জাতিক শিক্ষার্থীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দণ্ড ভোগের পর তাদের কানাডা থেকে বিতাড়িত করা হতে পারে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত ব্যক্তি ৪৩ বছর বয়সী একজন ক্রি বংশোদ্ভূত ছিলেন। দুই শিক্ষার্থী হলেন- গগনপ্রীত সিং এবং জগদীপ সিং। তারা ২০২২ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভারত থেকে কানাডায় গিয়েছিলেন।

সারে পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ২৭ জানুয়ারি গগনপ্রীত সিং এবং জগদীপ সিং একটি লাল ফোর্ড মাস্টাং গাড়িতে করে এক পথচারীকে ধাক্কা দেন। এরপর তারা তাকে ১ দশমিক ৩ কিলোমিটার টেনে নিয়ে যান। ঘটনাস্থলেই ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে, এই দুজন বিপজ্জনকভাবে যান চালানো, দুর্ঘটনার পর না থামা এবং মরদেহের সঙ্গে হস্তক্ষেপের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

সারে প্রাদেশিক আদালতের বিচারক মার্ক জেট্টে জানান, তারা গাড়িটির নিচে ভুক্তভোগীকে দেখতে পাচ্ছিলেন। ওই দুই যুবক ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থামিয়ে ভুক্তভোগীকে সরানোর চেষ্টা করে গাড়িটি পিছিয়ে আনেন।

কানাডার স্থানীয় দৈনিক সিটিনিউজের বরাত দিয়ে ক্রাউন প্রসিকিউটর অ্যাডাম জান্তুনেন বলেন, ‘যদি এটি কেবল একটি গাড়ির সংঘর্ষ হতো, তাহলে এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক দুর্ঘটনা হতো। কিন্তু তারা যে অপরাধের জন্য দণ্ডিত হয়েছে তা হলো ভুক্তভোগীকে আঘাত করার পর তারা গাড়ি চালানো চালিয়ে গিয়েছিল।’

ক্রাউন জান্তুনেন বলেন, ‘তারা সেদিন একটি ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছিল। আমি মনে করি এটি সম্প্রদায়ের সদস্যদের কাছে একটি বার্তা পাঠায়, তারা আন্তর্জাতিক শিক্ষার্থী হোক বা কানাডার নাগরিক হোক, যে এগুলো গুরুতর অপরাধ যা গুরুত্ব সহকারে নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

কানাডা কারাদণ্ড টপ নিউজ ভারতীয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর